শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায় : ডাঃ শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩ সময় দেখুন

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার দুপুরে গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে ঢাকায় সফরত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আমির ড. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায়।

 

তিনি বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল জানতে চাচ্ছে আমরা কখন এই নির্বাচনটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।’

 

জামায়াত আমির বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গী হচ্ছে রমজানের আগেই নির্বাচন শেষ হওয়া উচিত। জুন পর্যন্ত অপেক্ষা করে তখন বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে। তখন আবার নির্বাচনটা অনিশ্চিত হয়ে যেতে পারে।’

 

শফিকুর রহমান আরও বলেন, ‘নির্বাচন নিয়ে জামায়াতের দলগত অবস্থান, সরকার গঠন করলে গণতান্ত্রিক চর্চা কিংবা নির্বাচন পদ্ধতি সম্পর্কেও জানাতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। এর জবাবে জামায়াত ইসলামী মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে, জামায়াত আগামী নির্বাচন আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে দেখতে চায়। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়েও দলটি কথা বলেছে মার্কিন প্রতিনিধি দলের কাছে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী একইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘জুলাই-অগাস্টে আহত অনেকে হাসপাতালের বিছানায় পড়ে আছে। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। এই বিচারও সুষ্ঠু হতে হবে।’

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় এসেছেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী, এনাসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর