বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৪৬০ সময় দেখুন

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি পুষ্পস্তবক অর্পণের পরে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। লি সেখানে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং গাছের চারা রোপণ করেন।

এরআগে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ চত্বরে এসে পৌঁছলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ,ম, রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান। ৩ দিনের সরকারী সফরে শনিবার এখানে পৌঁছেন লি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর