আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জলবায়ু বিষয়ক দুইদিনের আন্তর্জাতিক সম্মেলনের সূচনা পর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম দেশই নয়, ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নিজস্ব তহবিল গঠন করে বিশ্বে অভিযোজনের নতুন নজিরও তৈরি করেছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দুই দিনের এই সম্মেলন আজ থেকে শুরু হলো। সূচনা পর্বে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অভিযোজন সংশ্লিষ্ট সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেসব নিয়ে আলোচনা করা হবে।
বুধবার (১০ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ ছাড়া, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের পাশাপাশি মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা হেইন ও বিশ্বব্যাংকের সিইও।
Leave a Reply