রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

জয়পুরহাটের সংবাদ

সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট)
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭০ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট), ১৫ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):

 

কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত।

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৫ই অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস কার্যালয়ের সামনে থেকে “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস কার্যালয়ের সামনে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন । অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ডেইজি আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম সহ আরো অনেকে। এসময় উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি ইউএনও মহোদয় হাত পরিষ্কার রাখার বিষয়ে বিস্তারিতভাবে পরামর্শ দিয়ে তিনি বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।

 

 

জয়পুরহাটের পুনটে ইউনিয়ন বিএনপির সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জেলার কালাই উপজেলায় পুনট ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। ১৫ অক্টোবর বিকাল ৩:০০ ঘটিকায় পুনট বাজারে অনুষ্ঠিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার বিএনপির সাবেক সদস্য মোঃ মোজাফফর হোসেন জেলা যুবদলের সদস্য এফতাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদস্য অধ্যক্ষ এম এ গফুর মন্ডল, আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুস সামাদ বাবু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহনুর রহমান শাহীন, জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই থানা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও থানা বিএনপির সদস্য মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন। সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে দলীয় নেতাকর্মীদের উপর মামলা-হামলা, জেল-জুলুম, নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন আওয়ামী সরকার যে একনায়কতন্ত্র সৃষ্টি করে দেশের জনগণকে অবরুদ্ধ করে রেখেছিলো, কথা বলার স্বাধীনতা হরণ করেছিলো সেটা ভুলে গেলে চলবেনা। দেশের জনগণের জন্য আমরা রাজনীতি করি তাই দেশের স্বার্থ সবার আগে। দেশের জনগণের টাকা যারা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে তলানিতে রেখে গেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করতে হবে। আগামী নির্বাচনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার এস্তেহার বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বির্নিমান করতে হবে। আয়োজিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগিতা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ জিয়ার সৈনিকেরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর