সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট),০১ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১লা জানুয়ারি ২০২৫ তারিখে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট ও বেগুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। সহকারি শিক্ষক ফিরোজ কবিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোলামগাড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান এবং মোলামগাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল রাজ্জাক ও ফারহানা বেগম।
প্রধান অতিথি শামীমা আক্তার জাহান তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত দায়িত্ব রয়েছে।” তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালন এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply