রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

জয়পুরহাটের কালাইয়ের সংবাদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৬৬ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট), ২৫ অক্টোবর  ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):

 

কালাইয়ে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

জয়পুরহাটের কালাই পৌরসভাধীন বৃহত্তর পাবনা বগুড়া নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন কালাই পৌরসভার মাননীয় প্রশাসক শামিমা আক্তার জাহান।

 

বৃহস্পতিবার সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা ও অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান, সহায়তা কমিটির সদস্যসহ আরও অনেকে।

 

জয়পুরহাটের কালাই পৌরসভাধীন বৃহত্তর পাবনা বগুড়া নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন কালাই পৌরসভার মাননীয় প্রশাসক শামিমা আক্তার জাহান।

 

বৃহস্পতিবার সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা ও অবকাঠামো উন্নয়নের উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান, সহায়তা কমিটির সদস্যসহ আরও অনেকে।

 

কালাইয়ে নকল ধান বীজ কিনে সর্বশান্ত কৃষক

জয়পুরহাটের কালাইয়ে নকল ধান বীজ কিনে প্রতারিত হয়েছেন কৃষকরা। নিশ্চিন্তা বাজারের ডিলার আশিক বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আব্দুল আলীমের নিকট থেকে বীজ ধান কিনে প্রতারিত হয়েছেন তারা। প্রায় ৫১ বিঘা জমিতে নয়ন সীডের সুগন্ধী হাইব্রিড জাতের ধান রোপন করে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কৃষি কৃর্মকর্তার নিকট ধানের ক্ষতিপূরণ দাবি করে কয়েকজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন। কৃষি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতাও খুঁজে পেয়েছে।

 

জানা গেছে, রোপা আমন মৌসুমে ভালো ফলনের আশায় ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারের আশিক বীজ ভান্ডার থেকে নয়ন সীডের সুগন্ধি হাইব্রিড জাতের ধান বীজ ক্রয় করেন কালাই উপজেলার মুড়াইল কয়েকজন কৃষক। জমিতে ধান রোপন করে পরিচর্যা করতে থাকেন তারা। ধানের ফলনের আগমুহূর্তে প্রায় ৫১ বিঘা জমির ধানের কুশিতে ভিন্নতা খুঁজে পায় কৃষকরা। এমতাবস্থায় কালাই কৃষি অফিসে যোগাযোগ করলে সরেজমিনে জমি পরিদর্শন করে ভেজাল বীজের কারন হিসেবে নির্ণয় করেন কৃষি বিভাগ। ভেজাল বীজের কারনে ১২ জন কৃষকের মোট ৫১ বিঘা জমিতে ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে দশ লাখ টাকা।

 

ক্ষতিগ্রস্ত কৃষক নুর মোহাম্মদ, এমদাদুল, বকুলসহ অনেকে বলেন, নিশিন্তা বাজারের আশিক বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আব্দুল আলীমের নিকট থেকে ৬০ প্যাকেট নয়ন সীডের সুগন্ধি হাইব্রিড বীজ ধান ক্রয় করেছি। তিনি অতি লাভের আশায় ভেজাল বীজ দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করেছেন। আমরা ক্ষতিপূরণ সহ তার লাইসেন্স বাতিলের দাবি জানাচ্ছি।

 

বীজ ডিলার আব্দুল আলীম বলেন, সমস্যা হতেই পারে, বীজ আমি তৈরি করিনা, এটা কোম্পানি থেকে আসে। এসব বিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার কৃষকসহ আমাদের ডেকেছেন। কৃষি অফিসারের সাথে বসেছিলাম। আলোচনা হয়েছে। দু’পক্ষ মিলে বসে সমস্যার সমাধান করা হবে।

 

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় জানান, কালাইয়ের কয়েকজন কৃষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ধানের জমিতে গিয়েছিলাম।কৃষকরা পাশ্ববর্তী ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারের আশিক বীজ ভান্ডার থেকে নয়ন সীডের সুগন্ধি হাইব্রিড জাতের বীজ ধান কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভেজাল বীজের কারনে ফলনে বিপর্যয় দেখা গেছে। একই গোছার ভিন্ন ভিন্ন কুশিতে ধানের ভিন্ন ভিন্ন স্টেজ লক্ষ্য করা যায়। ভেজাল বীজের কারনে ১২ জন কৃষকের প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেহেতু বীজ ডিলার আমার উপজেলার আওতায় নয়, সেহেতু বিষয়টি জেলার উর্ধতন কর্মকর্তাকে জানানো হবে।

 

কালাইয়ে জামায়াতের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়ন জামায়াতের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে পুনট বাজারে ইউনিয়ন জামায়াতের আমীর আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

 

মামুনুল ইসলাম মানিক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী জয়পুরহাট- ০২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল ইসলাম সবুজ, জেলা জামায়াত নেতা মাওলানা নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জামায়াতের আমীর আব্দুর রউফ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুনছুর রহমান, উপজেলা সেক্রেটারী প্রভাষক আব্দুল আলীম।

 

এছাড়াও উপজেলা জামায়াতের নেতা অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উলামা মাশায়েখ সভাপতি মাওঃ মোজাফ্ফর হোসেন, গোলাম আজম, আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, জিন্দারপুর ইউনিয়ন আমীর মতিউর রহমান, শিবির সভাপতি মাসুদ রানাসহ প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর