মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

চোট কাটিয়ে মায়ামির হয়ে মেসির মাঠে ফেরার সম্ভাবনা প্রবল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ৩০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): লিওনেল মেসি ফিরছেন! চোটের কারণে আর্জেন্টিনা দলে না থাকলেও ইন্টার মায়ামির হয়ে শনিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা প্রবল। দলটির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেছেন, সবকিছু ঠিক থাকলে মেসিকে স্কোয়াডে রাখা হবে।

 

গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পুরো ৯০ মিনিট খেলার পর হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন মেসি। এরপর ব্যথা বাড়তে থাকায় কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

 

ইন্টার মায়ামি মেসির চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই ধাপে ধাপে তাকে অনুশীলনে ফিরিয়েছে ক্লাবটি। কোচ মাশ্চেরানো বলেন, ‘লিও ভালো আছে। ঈশ্বর সহায় থাকলে ও যদি কোনো সমস্যা অনুভব না করে, তাহলে শনিবারের ম্যাচের স্কোয়াডে সে থাকবে।’

 

মেসির ফিটনেস প্রসঙ্গে মাশ্চেরানো আরও বলেন, ‘ও অনেক বিশেষ এক খেলোয়াড়। মাঝে মাঝে ওকে সংযত রাখার দরকার পড়ে, যাতে কোনো ঝুঁকি না নেয়। তবে ও নিজের শরীর খুব ভালো বোঝে। তাই আমরা ওকে ধাপে ধাপে ফিরিয়েছি।’

 

মেসির সতীর্থ ইয়ানিক ব্রাইট জানিয়েছেন, মেসি প্রথমে কিছুদিন আলাদা অনুশীলন করলেও ধীরে ধীরে দলের সঙ্গে সময় বাড়াচ্ছেন।

 

ব্রাইট বলেন, ‘সে আমাদের সঙ্গে ১৫ মিনিট অনুশীলন করেছে, তবে বেশি কিছু করেনি। এটা কোচদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমি ওকে বেশি দেখিনি, কিন্তু যতটুকু দেখেছি ওকে ভালোই দেখাচ্ছিল।’

 

শুক্রবার সকালে সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত প্রথম ১৫ মিনিটের অনুশীলনেও অংশ নেন মেসি। যা তার ফেরার ইঙ্গিত আরও স্পষ্ট করে তুলেছে।

 

ইন্টার মায়ামি শনিবার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে চেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মেসির ফেরাটা কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

 

কোটিরও বেশি ভক্তের একটাই চাওয়া—স্বপ্নের নায়ক যেন দ্রুত পুরো ফিট হয়ে মাঠে ফিরতে পারেন!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর