শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

চূড়ান্ত ধাপে ৩০ হাজার জনকে মডার্নার টিকার প্রয়োগ শুরু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১২০ সময় দেখুন

মহামারি করোনাভাইরাসের টিকা তৈরির দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না বায়োটেকনোলজি। মডার্নার টিকার চূড়ান্ত ট্রায়াল শুরু হয়েছে। এই ধাপে ৩০ হাজার জনকে প্রয়োগ করা হবে টিকা।

অক্সফোর্ড ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) টেকনোলজিতে টিকা বানিয়েছে আর মডার্না মেসেঞ্জার আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) সিকুয়েন্সকে কাজে লাগিয়ে করোনার টিকা তৈরি করেছে।

মডার্নার তৈরি এমআরএনএ-১২৭৩ ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট সামনে এসেছে অক্সফোর্ডেরও আগে। এই টিকাও মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করেছে বলে জানানো হয়েছে।

মডার্নার সিইও স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, তৃতীয় ও চূড়ান্ত পর্বে টিকার ট্রায়াল শুরু হয়েছে। ৩০ হাজার জনকে টিকা দেওয়া হচ্ছে। এই ট্রায়ালের তত্ত্বাবধানে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ও বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর