করোনা চিকিৎসার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান শাহেদ করিমের ২৮ দিনের এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১০ দিনের রিমান্ড শেষে আজ সকালে শাহেদকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয় হয়। আদালতে হাজির করে চার মামলায় পুনরায় রিমান্ড চায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের রাখা হয় আদালতের হাজত খানায়। উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার এই চার মামলায় ৪০ দিনের রিমান্ডের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী রোববার প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।
Leave a Reply