রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিন কিলোমিটার জুড়ে উত্তেজনা : দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩২ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ, ১৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোমানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে উত্তেজনার একপর্যায়ে ভারত ও বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বেলা বারোটার দিকে শুরু হওয়া সংঘর্ষ বেলা তিনটা পর্যন্ত চলছিল। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছে।

 

কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র আলোচিত সেই চৌকা সীমান্তেও। এর বিস্তৃতি ঘটে সীমান্ত এলাকার তিন কিলোমিটার পর্যন্ত।

 

এ সংবাদ লেখা পর্যন্ত ভারতীয়রা বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোটা ও হাঁসোয়া নিয়ে সীমান্তে অবস্থান করছে।

 

আহত বাংলাদেশি দুজন হলেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।

 

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল।

 

স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ ও শতাধিক বরই গাছ ভারতীয়রা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে কেটে ফেলেছে।

 

দুজন বাংলাদেশি আহত হওয়ার ঘটনা সম্পর্কে কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করার সময় ভারতীয়দের ছুড়া পাথরে মাথায় গুরুতর আহত হন।

 

আর মিঠুন নামের একজন জানান, রনি সীমান্তে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ১০-১২ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে তার উপর আক্রমণ করে। এতে আহত হযন রনি।

 

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেখানে তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

 

অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে।

 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় গাছ কাটলে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দেয়। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উত্তেজিত হয়। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

স্থানীয়রা জানান, গাছসহ ফসল কেটে নিয়ে যাচ্ছে ভারতীয় নাগরিকরা। তারা ইটপাটকেল ও বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর