শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

চাঁদপুরে বাস সিএনজি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৯৬ সময় দেখুন

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা এলাকা এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।

নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সিএনজিচালক মনির হোসেন, অটোরিকশার যাত্রী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া এলাকার গুণধর চক্রবর্তী এবং নোয়াখালী জেলার সুবর্ণচর গ্রামের আমানুল্লাহ গ্রামের হরিপদ চক্রবর্তী।

স্থানীয়রা জানায়, নিহত অটোরিকশা যাত্রীরা মেহের উত্তর ইউনিয়নের থানেশ্বর ঠাকুরবাড়িতে আত্মীয়র শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা বাসটি ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, বাস-সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর