শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫ : গ্র্যামির সর্বোচ্চ পুরস্কার পেলেন বিয়ন্সে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মার্কিন গায়িকা বিয়ন্সে। পুরো নাম বিয়ন্সে জিযেল নোলস। রেকর্ড সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তার দখলে আগে থেকেই ছিল। এবার ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন তিনি। এবার এই আসরের সর্বোচ্চ সম্মান বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতলেন এই গয়িকা। খবর : ভ্যারাইটি

 

বিয়ন্সের ক্যারিয়ারে এবারই প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতলেন। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের মাধ্যমে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। বর্ষসেরা অ্যালবাম বিভাগে আরও মনোনয়ন পায় ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ (বিলি আইলিশ), ‘ব্র্যাট’ (চার্লি এক্সসিএক্স), “শর্ট এন’ সুইট” (সাবরিনা কার্পেন্টার), ‘দ্য রাইজ অ্যান্ড ফল অব অ্যা মিডওয়েস্ট প্রিন্সেস’ (চ্যাপেল রোন), ‘নিউ ব্লু সান’ (আন্ড্রে থ্রি থাউজেন্ড) ও ‘জেসি ভলিউম ফোর’ (জ্যাকব কলিয়ার)।

 

বিয়ন্সেকে গ্র্যামির বর্ষসেরা অ্যালবাম পুরস্কার তুলে দিয়েছেন টেলর সুইফট। মঞ্চে নিজের মেয়ে ব্লু আইভি কার্টারের পাশে দাঁড়িয়ে বিয়ন্সে বলেন, ‘নিজেকে খুব পরিপূর্ণ লাগছে। একইসঙ্গে সম্মানিত বোধ করছি। অনেক, অনেক বছর হয়ে গেল।’

 

এর আগে চারবার বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জেতা হয়নি বিয়ন্সের। এবারের আসরে মোট তিনটি ট্রফি জিতেছেন তিনি। ফলে তার ঘরে এখন গ্র্যামির সংখ্যা দাঁড়াল ৩৫।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর