শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫ : মঞ্চে হৃদয় জয় করলেন শাকিরা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কলম্বিয়ান পপ তারকা শাকিরা। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরে ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য সেরা ল্যাটিন পপ অ্যালবামের পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারটি তিনি সমস্ত অভিবাসী ভাইবোনদের’ উদ্দেশে উৎসর্গ করেন। খবর : ভ্যারাইটি

 

অনুষ্ঠানের আগে রেড কার্পেটে দাঁড়িয়ে শাকিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমিও একসময় একজন অভিবাসী ছিলাম এবং এক বুক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম। আমি জানি অভিবাসী হয়ে এই শহরে লড়াই কত কঠিন। তবে আমি এটাও জানি আমার দেশের মানুষ কতটা শক্তিশালী। লাতিনোরা অপ্রতিরোধ্য, এবং আমি কখনোই তাদের পাশে দাঁড়ানো ও তাদের জন্য লড়াই করা থেকে বিরত হব না। একসঙ্গে আমরা এগিয়ে যাব বহুদূর।’পুরস্কার গ্রহণের পর শাকিরা নারী অভিবাসীদের জন্য বিশেষভাবে সম্মান জানিয়েছেন।

 

গায়িকা বলেন, ‘আমি সম্মান জানাচ্ছি সেই সকল নারীদের, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন নিজেদের পরিবারকে সহযোগিতা করার জন্য। আপনারাই সমাজের প্রকৃত যোদ্ধা।’ শাকিরার পুরস্কার গ্রহণের পর গ্র্যামি পুরস্কারের উপস্থাপক ও কৌতুকশিল্পী ট্রেভর নোয়া কলম্বিয়ার অপরাধসংক্রান্ত সমস্যার বিষয়ে একটি বিতর্কিত রসিকতা করেন। কিন্তু সেই রসিকতা দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়, কারণ কিছু দূরেই হাজার হাজার মানুষ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর থেকে আইসিই এজেন্টরা ব্যাপক অভিযান পরিচালনা করে অনেক অভিবাসীকে আটক করে এবং সামরিক ও চার্টার বিমানে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর মাধ্যমে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করে। এদিকে অল্প কিছুদিনের মধ্যে বিশ্ব সফর শুরু করতে চলেছেন শাকিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর