রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

গাজীপুর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ২৩২ সময় দেখুন

জেলা শহরের রথখোলা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে অবস্থিত গাজীপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে আরও যতœবান হতে হবে। সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়। সে জন্য রাষ্ট্র ও সমাজের প্রতি তাদেরও একটি দায়িত্ব রয়েছে। তাই সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ বক্তব্যে তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

পরে প্রেসক্লাব ভবনে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সামসুন্নাহার ভূইয়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তারিকুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষাবিদ নূরুল ইসলাম (ভাওয়াল রতœ), গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু হানিফ, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, দেলোয়ার হোসেন, মো. রুহুল আমিন, আলমগীর হোসেন, এম নজরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, ক্লাবের কার্য নির্বাহী কমিটির সহসভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাংগঠনেক সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ, কামাল হোসেন বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য শরীফ আহমেদ শামীম, আব্দুর রহমান, বেলাল হোসেন, মিলটন খন্দকারসহ ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর