শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ২৭অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার ২৭অক্টোবর সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর মাটিকাটা এলাকায় রেলওয়ের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
মাটিকাটা এলাকাবাসীর সূত্রে জানা গেছে রেললাইনের আশেপাশে অবৈধ জমিতে অনেকদিন ধরে অবৈধ ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
জয়দেবপুর রেলওয়ে সূত্রে জানা যায় রবিবার সকাল ১০টা হতে অবৈধ স্থাপনা ও উচ্ছেদ অভিযান করে আসছে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ে কর্মকর্তা, এলাকাবাসী, শ্রমজীবী মানুষ, বিভিন্ন কর্মচারী কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে কর্মকর্তা সিনিয়র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জুয়েল মিয়া জানান-বেশ অনেকদিন ধরে রেললাইনের দু’পাশে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাট গড়ে উঠেছে। চলছে বিভিন্ন রকমের ব্যবসা-বাণিজ্য।
Leave a Reply