মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

ক্ষমা চেয়ে জাতীয় পার্টির খুলনার ৩ নেতার পদত্যাগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৩ সময় দেখুন

খুলনা, ১২ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জনগণের কাছে ক্ষমা চেয়ে খুলনায় জাতীয় পার্টির ৩ নেতা পদত্যাগ করেছেন। শনিবার (১২ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

 

পদত্যাগকারী নেতারা হলেন- জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল ও অ্যাড. এসএম মাসুদুর রহমান।

 

দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর পদত্যাগ প্রসঙ্গে তারা বলেন, ভুল স্বীকার ও ক্ষমা চাওয়া রাজনৈতিক সংস্কার ও শিষ্টাচার। আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই, যাতে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনো স্বৈরশাসক জাতির কাঁধে চেপে বসতে না পারে।

 

নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আপাতত নেই। তবে রাজনীতি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

 

জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এই তিন নেতা দীর্ঘদিন ধরে পার্টির মধ্যে কোণঠাসা ছিলেন। বর্তমানে খুলনা জাতীয় পার্টিতে তাদের কোনো পদ নেই। গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির রওশন এরশাদ অনুসারীরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যে কমিটি করেছিলেন তাতে এই তিনজনের নাম ছিল।

 

জাতীয় পার্টি থেকে সদ্য পদত্যাগ করা সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস এর আগেও কয়েকবার বিএনপি ও জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মহানগর বিএনপির সহসভাপতি থাকা অবস্থায় অপারেশন ক্লিন হার্ট শুরু হয়। অসংখ্য মানুষ নির্যাতন ও হত্যা করা হয়। এর প্রতিবাদে পদত্যাগ করি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর