স্পোর্টস ডেস্ক, ২৯ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের। বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বিপিএল। তবে বিসিবি সভাপতির সেই কথাকে মিথ্যা প্রমাণ করতেই উঠে পড়ে লেগেছে বিপিএলের এবারের ফ্র্যাঞ্চাইজিগুলো।
চলতি আসরে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হয়ে উঠেছে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা। পারিশ্রমিক যথাসময়ে না পেয়ে ম্যাচ বর্জনের ঘটনাও ঘটেছে এবারের বিপিএলে।
পারিশ্রমিকের এই বিষয়টি আগে থেকেও চলে আসছে এবং এখনো স্থায়ী সমাধান না হওয়ায় এবার কড়া সমালোচনায় মুখর হয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। আন্তর্জাতিক এই সংগঠনটি বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে নিজের হতাশা প্রকাশ করে বিসিবির তীব্র সমালোচনা করেন। বারবার একই সমস্যার পুনরাবৃত্তি দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি।
চলতি আসরে একাধিক দল খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা টাকা না পেয়ে একপর্যায়ে অনুশীলন বর্জন করেন। পরবর্তীতে তাদের বিদেশি ক্রিকেটাররাও ম্যাচ বর্জন করেন। নিয়ম ভেঙে এরপরও দলটির খেলা চালিয়ে নেওয়া হয়। এছাড়া চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিকও এক খেলোয়াড়কে পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। শুধু পারিশ্রমিক নয়, একাধিক দল খেলোয়াড়দের দৈনিক ভাতাও সময়মতো পরিশোধ করেনি।
বিপিএলের শুরুর দিকের আসরগুলো থেকেও এমন সমস্যা দেখা গেছে। কিন্তু এখনো কেন এই সমস্যার সমাধান হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোফাট। তিনি বলেন, ‘বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি অত্যন্ত হতাশাজনক। প্রায় প্রতি আসর থেকেই এমন অভিযোগ শোনা যায়, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।’
মোফাট আরও বলেছেন, ‘এই সমস্যাগুলো অগ্রহণযোগ্য, তারা (বিপিএল) উন্নতি করতে পারছে না, আর টুর্নামেন্টের প্রচার-প্রসার ঘটে খেলোয়াড়দের জন্যই। যেকোনো লিগে এটা আনুষ্ঠানিকভাবেই ঠিক করা যে, চুক্তিপত্রে কিছু মৌলিক সুরক্ষা এবং ন্যূনতম মান বজায় রাখার বিষয়ে খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী থাকবে এবং সেগুলো ভালোভাবে কার্যকরও করা যাবে।’
পারিশ্রমিকের এসব ইস্যু সমাধান করা দরকার বলে মনে করেন মোফাট, ‘এ মুহূর্তে এমন আন্তর্জাতিক ইস্যু সমাধানের মতো সক্ষমতায় নেই খেলাটি। এ বছরের বিশ্বের নেতৃস্থানীয় খেলা হিসেবে দাবি করতে চাইলে এসব পাল্টাতে হবে।’
Leave a Reply