মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

কোন ব্যক্তির দ্বারা প্রভাবিত না হয়ে সততার সঙ্গে কাজ করতে প্রকৌশলীদের প্রতি গণপূর্ত মন্ত্রীর আহবান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৩৮৬ সময় দেখুন

আজ রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম প্রভাবশালী বা রাজনৈতিক কোন ব্যক্তির দ্বারা প্রভাবিত না হয়ে সততার সঙ্গে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহবান জানিয়েছেন ।

তিনি বলেন, ‘কাজ শেষ না করে রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তি দ্বারা দ্রুত বিল বা জোরপূর্বক টেন্ডার দিতে বাধ্য করার প্রবণতা কোনভাবেই প্রধানমন্ত্রীর নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং আমি নিজে এটাকে কোনভাবে অনুমোদন করবো না, আপনার ভীত না হয়ে সতততার সঙ্গে কাজ করুন।’

তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বিশেষায়িত পদ এবং শিক্ষা যাতে কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টি সতর্কতার সাথে মনে রাখতে হবে। ‘গণপূর্ত অধিদপ্তরের অধিকাংশ কর্মকর্তারাই সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেন। এর ভেতরে কিছু ব্যত্যয়ও ঘটেছে। কিছু ঘটনা ইমেজকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। অনেক সময় কেউ কেউ অতি লোভী হয়ে গোটা ডিপার্টমেন্টের ভাবমূর্তি ধ্বংস করার প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে পড়েন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর