রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ২৭৭ সময় দেখুন

কুষ্টিয়ায় মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন কুষ্টিয়ার ইবি থানার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের হামিদ আলী মন্ডলের ছেলে ঠান্ডু মন্ডল ও খেজুরতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. সাগর এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর মালাকার পাড়া গ্রামের মৃত নবীন প্রামাণিকের ছেলে সোহেল রানা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি এড. অনুপ কুমার নন্দী জানান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২০১৭ সালের ১৫ই সেপ্টেম্বর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি হিরোইন উদ্ধার করে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর