মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

কীর্তি সুরেশের বহুমাত্রিক কাজের তথ্য

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪১ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ১৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রূপের মায়া এবং অভিনয় দক্ষতা দিয়ে লাখো ভক্তের মন কেড়েছেন এই সুন্দরী। শুধু দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেই নয়, ২০২৪ সালে অ্যাটলি পরিচালিত ‘বেবীজন’ সিনেমার মাধ্যমে বলিউডেও পা রাখেন এই অভিনেত্রী।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এবং প্রকাশ করেছেন তার নতুন কাজের তথ্য। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রসঙ্গে কীর্তি বলেন, ‘এটি আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা। আমি তামিল, মালয়ালম, তেলেগু সিনেমায় কাজ করেছি এবং সবশেষ বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বেবীজন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বি-টাউনে প্রবেশ করেছি। আসলে একেকটা ইন্ডাস্ট্রির কাজ একেক রকম। তবে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে খুবই মজা পেয়েছি।’

 

তিনি আরও বলেন, ‘বলিউডে কাজ করতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। বর্তমানে আমি বেশ কিছু হিন্দি সিনেমার কাজ করতে চলেছি। যেগুলোর নাম এখনো ঠিক হয়নি। এ ছাড়া আমি দুটি মালয়ালম ডার্ক কমেডি সিনেমায় অভিনয় করছি, যার গল্প অ্যাকশনধর্মী।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর