গ্রিনলাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা প্রতি মাসে ৫ লাখ করে কিস্তিতে পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বাসচাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে হবেই বলে জানিয়েছিলেন হাইকোর্ট। আর গ্রিন লাইন পরিবহনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো অর্থ পরিশোধের জন্য ২৫ জুন পর্যন্ত সময় দেন আদালত।
গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল। বিষয়টি আদালতে গড়ালে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। যার মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করেছে গ্রিন লাইন কর্তৃপক্ষ।
Leave a Reply