ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সন্ত্রাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারত প্রত্যেক সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের খুঁজে বের করবে এবং এমন শাস্তি দেবে, যা তারা কল্পনাও করতে পারবে না। সন্ত্রাসের আশ্রয়স্থলে যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার সময় এসেছে।’
আজ বৃহস্পতিবার বিহারের মধুবনীতে জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এ হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদি বলেন, কেউ নিজের ছেলেকে হারিয়েছেন, কেউ নিজের জীবনসঙ্গীকে হারিয়েছেন, কেউ আবার নিজের ভাইকে হারিয়েছেন। এই হামলা শুধুই কিছু পর্যটকদের ওপর হয়নি, শত্রুরা ভারতের আত্মার ওপরেও আঘাত আনার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ রয়েছে। পুরো দেশ শোকাহত পরিবারের সঙ্গে আছে। সরকার আহতদের সুস্থতা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
মোদি বলেন, ‘আমি সমগ্র বিশ্বকে বলছি। ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও তাদের খুঁজে বের করা হবে। সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতের চেতনা কখনও ভাঙা যাবে না। সমগ্র জাতি এই সংকল্পে দৃঢ়। মানবতায় বিশ্বাসী প্রত্যেকেই আমাদের সঙ্গে আছে। আমি বিভিন্ন দেশের জনগণ এবং তাদের নেতাদের ধন্যবাদ জানাই যারা এই সময়ে আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভারত শাসিত জম্মু-কাশ্মিরের পহেলগামে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিবর্ষণে ২৬ পর্যটক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
এই হামলায় ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। একইসঙ্গে পাকিস্তানিদের দেওয়া বিশেষ ভিসা সুবিধা বাতিল, আটারি-ওয়াঘা সীমান্ত চেকপোস্ট বন্ধ ও নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের নিরাপত্তা কর্মকর্তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply