মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৬ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ০৯ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

 

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার খাড়াজোরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মেরাজ মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, মেরাজ মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার ( তারিখ: ০২/১১/২০২৪) এজাহারভুক্ত ৮৭ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

 

গ্রেফতারকৃত মেরাজ মিয়া কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ বিষয়ে কালিয়াকৈর থানার (উপ-পরিদর্শক) এস আই  রাসেল আহমেদ জানান, আমরা অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর