বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে উপজেলা পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ২৯ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পরিবেশ অধিদপ্তর  ও ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৯৮ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল)  দুপুরে কালিয়াকৈর উপজেলায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  দিল আফরোজ  ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর অভিযানে কালিয়াকৈরে উপজেলায়  চারটি  অবৈধ  কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দুইটি কারখানা বন্ধ  পাওয়া যায়। আর দুইটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়  ।   উপজেলার স্বাকাশ্বর মুরাদপুর উওরপাড়া এলাকায় সোহাগ হোসেনের রং ফ্যাক্টরিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ আইন অনুযায়ী ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অপরদিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় নুরুল ইসলামের বোতল কারখানায় কোন বৈধ কাগজ পএ ও প্যাকেজিং, লাইসেন্স ,  মোড়ক না থাকায়, ভুক্ত অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায়  ওই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলার নাজির আতিকুর রহমান, শ্রীফতলী ভূমি কর্মকর্তা ওয়াজিদ মিয়া, কালিয়াকৈর থানার এস আই হাবিবুর রহমান প্রমুখ।

 

পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মিজানুর রহমান জানান,  দুইটি প্রতিষ্ঠানের কোন ছাড়পএ ও বৈধ কাগজ পএ না থাকায়  জরিমানা আদায় করা হয়েছে।পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১৯৯৫ সংশোধন ২০১০ এর ব্যবস্থা গ্রহন করবো সেটা জরিমানা হতে পারে, স্থানান্তর হতে পারে,  বন্ধ হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর