বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

কালাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩১ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ০৮ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ই এপ্রিল ২০২৫, মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব-উল-আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মনসুর রহমান, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ অন্যান্য আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভার সভাপতি ইউএনও জনাব শামীমা আক্তার জাহান সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

সভা শেষে একই স্থানে বাংলা ১৪৩২ নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে ইউএনও শামীমা আক্তার জাহান নববর্ষ উদযাপনকে প্রাণবন্ত ও জাঁকজমকভাবে সম্পন্ন করার জন্য সকল বিভাগ ও অংশীজনের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর