মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে ইউসাকের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ২৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যসোসিয়েশন অব কালাই” ইউসাক-এর ইফতার মাহফিল আজ ২৮শে রমজান কালাই এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

ইউসাকের সভাপতি জিন্নাত আরা জেবিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ এস এম মোহাইমিনুল সৌরভের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ড’র উপ পরিচালক ইব্রাহিম হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাক কান গলা ইনিস্টিউটের কনসালটেন্ট ডা.শাহীন রেজা, জয়পুরহাট সরকারী কলেজের প্রভাষক আবু নাছের, নিটোর হাসপাতালের (রেসিডেন্ট) ডা.আরিফুল ইসলাম, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রভাষক ইমদাদুল হক, কালাই টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্রি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, ইউসাকের সাবেক সভাপতি রবিউল ইসলাম রিমন ,রুহুল আমিন, আব্দুল্লাহ আস সাফি সোহান, মোরশেদ আল মাহমুদ মুন্না, রাজিব হোসাইন, তাওহীদুল ইসলাম, তানভীর আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য ,২০১৩ সালে কালাই উপজেলায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ সংগঠনটির সূচনা করে| প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগপ্রাপ্তদের সংবর্ধিত করে ইউসাক। এছাড়া স্কুল ও কলেজে শিক্ষামূলক কর্মশালা করে আসছে ইউসাক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর