সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট), ২৩ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাইয়ে কৃষকের মাঝে সঠিক দামে সার ও বীজ সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে উপ-সহকারী কৃষি অফিসার, উপজেলার সার ও বীজ আলুর ডিলার এবং খুচরা সার বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আসন্ন রবি মৌসুমে আলু ফসল উৎপাদনে কৃষকদের দোরগোড়ায় সুষ্ঠুভাবে মানসম্মত বীজ ও রাসায়নিক সার নিশ্চিত করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
এ সময় প্রধান অতিথি ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি আইন মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানান। অন্যথায় কোন অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এছাড়াও কৃষি কাজে ব্যবহৃত পণ্যে নিয়ে কৃষকদের যেন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
এ সময় সভাপতির বক্তব্যে কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, কৃষকদের বীজ ও সার প্রাপ্তির ভিত্তিতে বাজারে যাতে কৃত্রিম সংকট না হয় এজন্য উপজেলা কৃষি অফিসের সকল অফিসার মাঠ পর্যায়ে সচেষ্ট থাকবে। পাশাপাশি কালাই উপজেলার ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি করতে বলা হয়।
এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়নের বীজ ও সার ডিলাররাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply