বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

কানাডা ট্রাম্পের শুল্কের কড়া জবাব দেবে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এ পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে। তিনি বলেন, আমরা এটি চাই না। তবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন, তাহলে আমরাও পাল্টা পদক্ষেপ নেব। সব বিকল্প আমাদের হাতে রয়েছে।

 

ট্রুডো আরও সতর্ক করেন, কানাডার জনগণকে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্য ও সেবার ৭৫ শতাংশ পাঠায়, তাই ট্রাম্পের শুল্কের কারণে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে। তিনি বলেন, আমরা এখন সংকটময় মুহূর্তে রয়েছি এবং আমাদের দেশের জন্য কঠিন দিন আসতে পারে।

 

এছাড়া, ট্রাম্পের শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলও আসবে কিনা, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে কানাডার কর্মকর্তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তথ্য: রয়টার্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর