সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

কাউন্সিলরদের স্বপদে পুনর্বহালে চুক্তি সংশোধনের ব্যবস্থা করতে হবে : ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬ সময় দেখুন

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কাউন্সিলর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দায়িত্ব হারানো কাউন্সিলরদের স্বপদে পুনর্বহালে এ সংক্রান্ত চুক্তি সংশোধনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন।

 

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘নাগরিকদের রাষ্ট্রই কিন্তু বাংলাদেশ। নির্বাচিত কাউন্সিলররা কেবল নাগরিক নন, তারা তাদের এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সুতরাং কাউন্সিলর পদ কেড়ে নেওয়ার মাধ্যমে তার সম্মানও কেড়ে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তারা যেন এ চুক্তি সংশোধন করে এবং যৌক্তিক বাছাই করে যেন কাউন্সিলরদের নিয়োগ দেওয়া হয়।’

 

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছেন- এমন মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের প্রত্যেকটি প্রশাসনিক সার্ভিস ভেঙে পড়েছে।’

 

তিনি বলেন, ‘১৯৭১ সালেও এভাবে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায়নি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ২.০ করার কথা ছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু দুঃখের বিষয়, সে উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না। আমলা-নির্ভরতার কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে।’

 

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ‘সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী। কার জন্য কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য না, সেটা যাছাই-বাছাই করার ক্ষমতা তাদের নেই। পুরাতন কর্মচারীরা আওয়ামী দোসরদের সামনে রেখে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর