রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট গৃহবন্দি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ১২৬ সময় দেখুন

প্রতারণা ও সাক্ষীর সাক্ষ্যকে পাল্টে দেয়ার মামলা অব্যাহত থাকা অবস্থায় কলম্বিয়ার সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরিবকে গৃহবন্দি করার রায় দিয়েছে। হাইকোর্ট মঙ্গলবার দিনশেষে সর্বসম্মতভাবে তাদের সিদ্ধান্ত প্রকাশ করেন।

আদালত বলেছে, বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাব্য ঝুঁকি দেখতে পেয়েছেন ম্যাজিস্ট্রেটরা। গুরুত্বপূর্ণ একজন সাক্ষীকে ঘুষ দেয়ার ক্ষেত্রে সাবেক এই প্রেসিডেন্টের ভূমিকা থাকার বিষয়ে তদন্ত করার সময় এমনটা দেখতে পেয়েছেন।

এই মামলাটি হাতে নিয়েছেন সুপ্রিম কোর্ট চেম্বারের প্রেসিডেন্ট হেক্টর জাভিয়ের আলারকন। তিনি বলেছেন, সাবেক এই প্রেসিডেন্ট তার বাসভবনেই পুরোপুরি বন্দি থাকবেন। সেখান থেকেই তিনি যথাযথ আইন অনুযায়ী সব রকম আত্মপক্ষ সমর্থন করবেন।

উল্লেখ্য, এটাই কলম্বিয়ায় সাবেক কোনো প্রেসিডেন্টকে আটক করার প্রথম নির্দেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর