শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

করোনা মোকাবেলায় উন্নত দেশের তুলনায় বাংলাদেশ সফল : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ১২৯ সময় দেখুন

আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মিডিয়া ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ সফল। এজন্য বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান যখন সমালোচিত হচ্ছেন তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসিত হচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপ-আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। দিনে দিনে আক্রান্তের হারও কমে যাচ্ছে। কোরবানি ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলে নেয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের রয়েছে।’

করোনার টিকা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে রয়েছে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যেই আছে। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর