শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধ ও নিরাময়ে বৃটেনে আস্ট্রাজেনেকার ঔষধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৫২ সময় দেখুন

করোনা ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ে একটি ঔষধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে আস্ট্রাজেনেকা। ট্রায়ালের প্রথম ধাপেই স্বেচ্ছাসেবকদের ওই ঔষধের ডোজ দেয়া শুরু হয়েছে। আস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিনও তৈরি করছে। তবে এবার তারা এজিডি৭৪৪২ নামের ঔষধটি নিয়ে এসেছে যা করোনা আক্রান্তদের নিরাময়ে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে।

নিজেদের ঔষধ সম্পর্কে আস্ট্রাজেনেকা জানিয়েছে, মোট ৪৮ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবকের দেহে এই ঔষধ প্রয়োগ করা হবে। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। এ থেকে এই ঔষধ নিরাপদ কিনা তা যাচাই করা হবে। একইসঙ্গে মানবদেহে ঔষধ প্রয়োগের পর কি ধরণের প্রতিক্রিয়া দেখা যায় তাও দেখা হবে এর মাধ্যমে।

আস্ট্রাজেনেকার দাবি, তাদের এই পদক্ষেপ করোনার বিরুদ্ধে কার্যকরি ঔষধ আবিষ্কারের পথে একটি মাইলফলক। তারা আশা করছে এই ঔষধটি একইসঙ্গে মানুষকে করোনা থেকে সুরক্ষা দেবে এবং আক্রান্তদের সুস্থ্য করে তুলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর