শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

করোনায় আরও ৪জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯ : মোট মৃত্যু ১৩ জন, মোট আক্রান্ত ১১৭ জন,

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ২১৮ সময় দেখুন

হেলথ ডেস্ক, ০৬ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট):  বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৯ জন। সব মিলেয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১৭ জন। আর মারা গেছেন মোট ১৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। আক্রান্তের সংখ্যাতেও একদিন সর্বোচ্চ।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক শেষে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। দুই শতাধিক দেশ ছড়িয়ে পড়া ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত হলেও আজ সেই সংখ্যাটা শতক ছাড়িয়ে যায়। আজ পর্যন্ত ১১৭ জনের শরীরে অচেনা ভাইরাসটি শনাক্ত হলো। এছাড়া দেশে মৃতের তালিকায় যোগ হলো আর চারজনের নাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর