ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৬ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন লিবিয়ার বিদ্রোহী সরকারের সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল। রবিবার মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, হৃদরোগ নিয়ে গত দুই সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হোন। পরে তার করোনা শনাক্ত হয়। শেষ দুইদিনে অবস্থার অবনতি হলে রোববার ৬৮ বছর বয়সী জিবরিলের মৃত্যু হয়।
২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করে মাহমুদ জিবরিলের বিদ্রোহী সরকার। এরপর ২০১২ সালে তারই গঠিত ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স গঠন করেন। সংঠনটির সেক্রেটারি খালেদ-আল মিরিমি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লিবিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন এবং জিবরিলসহ মৃত্যু হয়েছে দুই জনের।
Leave a Reply