করোনাভাইরাস মহামারির মধ্যে প্রথম সুখবর দিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়। তাদের তৈরি করোনার ভ্যাকসিনের ট্রায়ালে সফলতা মিলেছে। এমন খবরের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ফলাফল পজিটিভ তবুও এখনো অনেক পথ বাকি রয়েছে।
জেনেভায় সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের পরিচালক ড. মাইক রায়ান বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা আশানুরূপ। তবে করোনার সঙ্গে যুদ্ধে জেতার জন্য আরও বেশ কিছু কাজ বাকি আছে। যেগুলি অতি দ্রুততার সঙ্গে করতে হবে।
তিনি বলেন, ‘ফলাফল পজিটিভ। তবে এখনও অনেকটা পথ যাওয়া বাকি। এখন রিয়েল ওয়ার্ল্ড ট্রায়াল শুরু হবে। এবার আরও বড় মাত্রায় ট্রায়াল করতে হবে। বিশ্বে এই মুহূর্তে করোনার সম্ভাব্য ২৩টি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই ভাইরাসের হাত থেকেই বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য।
Leave a Reply