রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

করোনার টিকা নিশ্চিত হলে অর্থনীতির গতি বাড়বে : বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৬২ সময় দেখুন

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে অর্থনীতির গতি থমকে গিয়েছে। তবে করোনার টিকা সবার জন্য নিশ্চিত হলে এই গতি বাড়বে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধান ঘেব্রেয়েসুস। (ভিডিওতে বিস্তারিত দেখুন….)

স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের অনুদানের বদৌলতে অনেক মানুষের প্রাণ বেঁচেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য সংস্থার বিরোধ অর্থ নিয়ে নয়, বরং জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর ভিত্তি করে এই বিরোধ।

আলোচনা অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ানের কাছে রাশিয়ার প্রস্তাবিত টিকার বিষয়ে জানতে চাওয়া হয়। এ ব্যাপারে তিনি জানান, এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো টিকাকে নিরাপদ ও কার্যকর নিশ্চিত করা। কর্তৃপক্ষের উচিত ‘হিউম্যান চ্যালেঞ্জ’ পদ্ধতির পরিবর্তে প্রচলিত ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে টিকার কার্যকারিতা নিশ্চিত করা।

আধানম বলেন, টিকা জাতীয়করণ ভালো নয়, এটি আমাদের কোনো উপকারে আসবে না। দ্রুত পুনরুদ্ধারের জন্য সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। কয়েকটি দেশ নিরপাদ হলে সেটি সম্ভব নয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর