বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬০ সময় দেখুন

মহেশখালী (কক্সবাজার) , ২৪ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের মহেশখালীতে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক হয়েছেন। আজ শুক্রবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগণের ওপর কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো মর্মে জানা যায়। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরীগণা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ডস তাজা গোলা, ১৩টি দেশীয় অস্ত্র এবং নগদ ১ লাখ ২৫ হাজার টাকাসহ আটক করতে সক্ষম হয়।

 

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ মাতারবাড়ি কয়লা তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন এলাকায় চাঁদাবাজি করতে ব্যর্থ হয়ে এই সন্ত্রাসীরাই নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনে অগ্নি সংযোগ ঘটায় বলে জানা যায়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর