মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

ওলমো রেজিস্ট্রেশন বিতর্ক : বার্সার স্প্যানিশ খেলোয়াড়দের ধর্মঘটের হুমকি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১০ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দানি ওলমো এবং পাউ ভিক্টোরের নিবন্ধন নিয়ে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত স্বস্তি পেল বার্সেলোনা। স্পেনের হাইয়ার স্পোর্টস কাউন্সিল (সিএসডি) তাদের রেজিস্ট্রেশন অনুমোদন দেওয়ার পর, তারা এবার মাঠে নামতে প্রস্তুত। এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনার স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওলমোর খেলার সুযোগ তৈরি হয়েছে।

 

তবে লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি এবং প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

বার্সেলোনা এই রেজিস্ট্রেশন অনুমোদন পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, এটি না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। এমনকি বেশ কয়েকজন স্প্যানিশ খেলোয়াড়ের পক্ষ থেকে ধর্মঘটের হুমকি পর্যন্ত এসেছিল!

 

ইস্পোর্ট৩-এর ‘ওনজে’ পডকাস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, যদি দানি ওলমোকে নিবন্ধন করা না হতো, তাহলে বার্সার স্প্যানিশ খেলোয়াড়রা মার্চের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ডাক প্রত্যাখ্যান করার পরিকল্পনা করেছিলেন।

 

এই খেলোয়াড়দের মধ্যে ছিলেন গাভি, পেদ্রি, কাসাদো, কুবারসি, লামিন ইয়ামাল ও ফেরমিন—যারা সবাই স্পেনের জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ।

 

দানি ওলমো গত ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন, যেখানে তিনি ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন। তাকে রেজিস্ট্রেশন না করার সিদ্ধান্ত বার্সার স্প্যানিশ খেলোয়াড়দের ক্ষুব্ধ করেছিল।

 

জানা গেছে, তারা জাতীয় দলের ডাক প্রত্যাখ্যান করতে সামান্য চোট বা অস্বস্তির কারণ দেখানোর পরিকল্পনা করছিলেন, যাতে স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ওপর চাপ সৃষ্টি করা যায়।

 

তবে শেষ পর্যন্ত সিএসডির সিদ্ধান্তে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে, ফলে বার্সেলোনা শুধু ওলমো নয়, পাও ভিক্টোরকেও দলে রাখতে পারছে।

 

এই সিদ্ধান্তের ফলে বার্সার খেলোয়াড়দের মধ্যে স্বস্তি ফিরলেও, স্প্যানিশ ফুটবলের প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, লা লিগার সভাপতি তেবাস বা স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আরও কোনো পদক্ষেপ নেয় কি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর