এ জন্মে আর দেখা হলো না, আমিও আজমীর শরিফ আসলাম আর তুমিও চলে গেলে এমনটাই আক্ষেপ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। আজ রোববার সকাল ১০টার দিকে বিদিশা তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরিফ আসলাম আর তুমিও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবে না কোনও রাজনীতি।’
এছাড়া বিদিশা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করে কালো ব্যাজের ছবি দিয়েছেন। এরশাদ ও বিদিশার সন্তান এরিক দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে সাবেক এই রাষ্ট্রপতি মারা যান।
Leave a Reply