সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। আজ বুধবার দুপুরে বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকা সিএমএইচ এর চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন প্রশ্ন করায় এরশাদ সাড়া দিচ্ছেন।
তিনি বলেন, উনার বিছানায় বসে হাত ধরে আমি কথা বলেছি। উনাকে বলেছি, সারাদেশের মানুষ আপনার জন্য দোয়া করছেন, ডাক্তারও আশাবাদী আপনি সুস্থ হয়ে উঠবেন। চোখ মেলে তাকিয়ে দেখেছেন আমার দিকে। ডাক্তাররা জানিয়েছে উনার অবস্থা অপরিবর্তিত।
Leave a Reply