রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ২৩৪ সময় দেখুন

সোমবার সকাল সাড়ে দশটার দিকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

হাসপাতালের আইসিইউতে আছেন সাবেক এই রাষ্ট্রপতি। সেখানে গিয়ে এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ওবায়দুল কাদের। এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গত কয়েকদিন ধরে নানা রোগে আক্রান্ত এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন আছেন। মাঝে কিছুটা উন্নতি হলেও রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে তার দলের পক্ষ থেকে জানানো হয় তিনি জীবিত আছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর