রাজবাড়ী, ০৬ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও দুঃস্থ্যদের মাঝে সাড়ে এগারশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজার এলাকায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির ব্যক্তিগত উদ্যোগে মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন হয়।
মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ,বি,এম রোকনুজ্জামান (রোকন)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সুযোগ্য পুত্র জেলা আ.লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর তরুণ প্রজন্মের নেতা আশিক মাহমুদ মিতুল।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান মজনু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির ব্যক্তিগত উদ্যোগের খাদ্য সামগ্রী মদাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।
Leave a Reply