আজ মঙ্গলবার সকালে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়নের বন্দুকযুদ্ধের নিহত হওয়ার পরই এক প্রতিক্রিয়ায় রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি বলেছেন, এমন একটি খবরের জন্যই অপেক্ষায় ছিলাম। নয়ন বন্ডের নিহত হওয়ার খবর শুনে আমার খুব ভালো লাগছে। বিচারের জন্য আমাকে আর অপেক্ষা করতে হলো না। এজন্য আল্লাহার কাছে শুকরিয়া আদায় করেছি।’
স্বামীকে হত্যার মূল আসামির মৃত্যুর খবর শোনার পর মিন্নি বলেন, ‘আমার চোখের সামনে যারা আমার স্বামীকে কুপিয়ে মেরেছে, তাদের অন্যতম একজন নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আমি এতে অনেক খুশি হয়েছি।’ সরাসরি যারা অংশগ্রহণ করে যারা আমার স্বামীকে কুপিয়ে মেরেছে, তাদেরও আমি এমন শাস্তি চাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করেছেন।
গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজ রোডে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারী নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান রিফাত।
ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন আটজন। তবে মামলার মূল আসামি নয়ন বন্ড, রিফাত ফরাজী এবং রিশান ফরাজী ধরাছোঁয়ার বাহিরে ছিল। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত নয়ন বন্ড আজ সকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
Leave a Reply