রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

এবার নারায়ণগঞ্জে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে আহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৪২৭ সময় দেখুন

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তায় আইয়ুব প্লাজার তৃতীয় তলায় এনএফসি রেস্টরেন্টে শিশু সন্তানের সামনে বাবাকে কোপানো হয়েছে। ভুক্তভোগীর নাম রাসেল। তিনি ব্যবসা করেন। উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান সিরাজুল হক ভুঁইয়ার ছেলে তিনি। রাসেল তার শিশু কন্যা এবং ভাতিজাকে নিয়ে সেখানে খেতে গিয়েছিলেন।

কী নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ এবং ভুক্তভোগী পরিবারটির বক্তব্যে সব স্পষ্ট হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এই ঘটনার খবর পেয়ে সোনারগাঁও থানার পরিদর্শক আলমগীর হোসেন (অপারেশন) ও এস আই জুবায়ের ঘটনাস্থল যান। ঘটনাস্থল থেকে আটক করা হয় এনএফসি রেস্টুরেন্টের মালিক ফারুককে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।

রাসেলকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আগের দিন বরগুনায় স্ত্রীর সামনে তরুণকে কুপিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই একই ধরনের একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর