রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

এফআর টাওয়ারে আগুনের ঘটনায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের জামিন মঞ্জুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৫০৩ সময় দেখুন

গত ২৮ মার্চ দুপুরে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছীর আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এস কে আবু সাঈদ জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামির বয়স ৬০ বছরের বেশি। তিনি অসুস্থ। জামিন দিলে পালাবেন না।’

এরপর স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক জামিনের আবেদনের প্রেক্ষিতে ২০ হাজার টাকা মুচলেকায় বিচারক তাকে জামিন দেন।

অন্যদিকে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।

বনানীতে ভয়াবহ আগুনে মারা যান ২৬ জন। অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে জমির মালিক এসএমএইচআই ফারুক, ডেভেলপার কোম্পানি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও ভবনের বর্ধিত অংশের মারিক তাজভীরুল ইসলামকে আসামি করে মামলা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর