রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

এনসিএলের পঞ্চম রাউন্ডে তামিমের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৬ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার রাউন্ড শেষে সিলেট ছেড়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল। সূত্র জানায়, চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর খেলবেন না তিনি।

 

সিলেটে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এনসিএলের পঞ্চম রাউন্ডে তামিমের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রায় সাত মাস পর এনসিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তামিম।

প্রথম ম্যাচে মাত্র ১৩ রান করলেও পরের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছিলেন। চার ম্যাচে ৬৩.৩৩ গড় এবং ১৫০.৭৯ স্ট্রাইকরেটে ১৯০ রান করেছেন তামিম। বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে ৫৪ বলে ঝড়ো ৯১ রান করেন তিনি।

তামিমের দল চট্টগ্রাম এ পর্যন্ত চার ম্যাচে দুটি করে জয় এবং হারের মুখ দেখেছে।

 

তার এই ছন্দময় পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও চোটের কারণে এনসিএলের বাকি ম্যাচে তাকে না পাওয়া দলটির জন্য একটি বড় ধাক্কা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর