আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তরিকতা থাকলে যে উন্নয়ন করা যায় গেল এক দশকে তা সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। সার্বিক উন্নয়নের জন্য সুশাসন জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আরো সতর্কতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জনসম্পৃক্ততা সৃষ্টির মাধ্যমে জঙ্গিবাদ-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা দূর করা হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ, এটাকে অব্যাহত রাখতে হবে। ঘুষ যে দেবে শুধু সে নয়, যে নেবে সেও সমান অপরাধী। যে দেবে সে-ই বেশি অপরাধী।
বাংলাদেশকে আর কেউ তলাবিহীন ঝুড়ি বলতে পারবে না, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন আমরা সাহায্য চেয়ে, ভিক্ষা করে চলি না। আমাদের সীমিত সম্পদ দিয়েই আমরা নিজের পায়ে দাড়াঁতে পারি।
Leave a Reply