বিনোদন ডেস্ক, ২৪ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’তে ভিন্ন রূপে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এরই মধ্যে রায়হান রাফী পরিচালিত সিরিজটির শুটিং শেষ হয়েছে। নতুন বছরে একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি। সিরিজের একটা আইটেম গানের টিজারে সম্প্রতি দেখা মিললো। পূজা চেরি ধরা দিলেন অন্যরকম ভাবে।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। ‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’ কথায় প্রায় ৪ মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে।
প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটি সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।
এদিকে গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। আবেদনময়ী রূপে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটার তারিফ করেছেন অনেক ভক্ত।
Leave a Reply