শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

এক ওভারে ভারতকে কাঁপিয়ে দিলেন সাকিব মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০১ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ যা করলেন, সেটাকে ক্রিকেট রূপকথার কোনো গল্প বললে ভুল হবে না! পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে তার করা প্রথম ওভারেই ত্রিমূর্তি ধসিয়ে দিলেন তিনি—সঞ্জু স্যামসন (১), তিলক ভার্মা ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে শূন্য রানে ফেরালেন ড্রেসিংরুমে!

 

সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই সাকিব যা করলেন, তা ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। টি-টোয়েন্টিতে প্রথম ইংলিশ বোলার হিসেবে ট্রিপল-উইকেট মেইডেন এবং ভারতের বিপক্ষে এই কীর্তি গড়ার প্রথম ক্রিকেটার হয়ে গেলেন তিনি!

 

এক ওভারেই ধ্বংসস্তূপ ভারত!

 

প্রথম বল: জোফ্রা আর্চারের গতির তাণ্ডবে আগের ম্যাচগুলোতে ভুগেছেন সঞ্জু স্যামসন। এবারও একই ভুল! পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন ১ রান করে।

 

দ্বিতীয় বল: ভারতের অন্যতম ভরসা তিলক ভার্মা! কিন্তু কী দুর্ভাগ্য, প্রথম বলেই ধরা পড়লেন তৃতীয় ম্যানের হাতে—গোল্ডেন ডাক!

 

শেষ বল: অধিনায়ক সূর্যকুমার যাদব কিছুটা সামলে নিতে চাইলেন। টানা তিন বল ডট খেললেন। কিন্তু ওভারের শেষ ডেলিভারিতে ধৈর্য হারিয়ে তুলে মারতে গিয়ে মিড-অনে ক্যাচ দিলেন!

 

এক ওভারে ৩ উইকেট, কোনো রান দিলেন না—ক্রিকেটের দুর্লভ ট্রিপল-উইকেট মেইডেনের সাক্ষী হলো পুনে!

 

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার সিরিজে প্রথমবার টস জিতে আগে ফিল্ডিং নেন, যা একদম সঠিক সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। ম্যাচে ইংল্যান্ড দুই পরিবর্তন এনেছিল—সাকিব মাহমুদকে মার্ক উডের জায়গায় আর জ্যাকব বেথেলকে জেমি স্মিথের বদলে দলে নেয়া হয়।

 

ভারতও দলে কিছু পরিবর্তন এনেছিল। রিঙ্কু সিং চোট কাটিয়ে ফিরেছেন, পরিবর্তিত হয়েছেন ধ্রুব জুরেল। এছাড়া অর্শদীপ সিং ফিরেছেন মোহাম্মদ শামির জায়গায়, এবং শিভম দুবে এসেছেন ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে।

 

ভারত ইতোমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে আছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর