জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৪ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার,সাঁথিয়া উপজেলার, ছ্যাছানিয়া পূর্বপাড়া, মোহাম্মদ রাজিব হোসেনের স্ত্রী, মোছা: মুন্নি খাতুন (২৩) দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকার অভাবে যথাযথ চিকিৎসা নিতে পারছে না।
আমাদের প্রতিনিধি, তার সাথে কথা বলতে গেলে মুন্নি খাতুন জানান, আমার স্বামী একজন রাজমিস্ত্রি, গরিব মানুষ হিসাবে যতটুকু চিকিৎসা করা সামর্থ্য ছিল তা তিনি করেছেন। এখন আর টাকার কোন ব্যবস্থা না থাকায়, আমাকে আমার বাবার বাড়ি চরপাকুরিয়া, মো: মোয়াজ্জেম হোসেন, মনু তার কাছে রেখে যান, আমার বাবা ও দীর্ঘদিন চিকিৎসা করান।
এখন নিয়মিত আমাকে ক্যামু, থেরাপি নিতে হচ্ছে। টাকার অভাবে ঠিকমত চিকিৎসা নিতে পারছি না। শুধু আমার একমাত্র, চার বছরের একটা ছেলে আছে, ছেলের নাম মো: ওমর ফারুক ওর মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচার স্বপ্ন দেখতে হচ্ছে । আমি মারা গেলে আমার ছেলেটা এতিম হয়ে যাবে, এইজন্যে সমাজের বিত্তবান মানুষের কাছে আমার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি।
আমাকে সাহায্য করতে চাইলে আমার ব্যক্তিগত একটি বিকাশ নাম্বার আছে। যাহার ০১৭৫২২০৮৪১২ নাম্বারে বিকাশের মাধ্যমে কোন সহৃদয়বান ব্যক্তি সাহায্য করলে উপকৃত হব এবং আল্লাহর কাছে দোয়া করব। এই অসহায় ক্যান্সার রোগীর জন্য আপনারা আমাকে সাহায্য করেন। আপনাদের সাহায্যে বেচে যেতে পারে একটি তাজা প্রান।
Leave a Reply